বুধবার, ৮ মে, ২০১৯

রংপুর জেলাটাই হচ্ছে অবহেলিত। কারন মন্ত্রীরা শুধু নিজের কথা চিনতা করে। জেলার কথা চিন্তা করে না।
 আমাদের ঢাকা থেকে রংপুর যেতে সময় লাগে ১২ ঘন্টা থেকে ১৪ ঘন্টা। অফিসের ছুটি কম থাকায়, রংপুরবাসীদের আসতে যাইতে দুদিন ছুটি শেষ হয়ে যায়। আমরা সবাই দাবি করছি মানণীয় মন্ত্রীর কাছে যে ঢাকা-রংপুর-ঢাকা দিবা-রাত্রী ট্রেন চাই। রাস্তা অনেক খারাপ তাই সংস্কার চাই। নিরাপদ সরক চাই। চারলেন করার কথা থাকলেও বাস্তবায়ন হচ্ছে না। আইসো বাহে সবাই একসাথে উচ্চকন্ঠে আওয়াজ করি-- রংপুর বিভাগের উন্নয়ন চাই।

শনিবার, ৪ মে, ২০১৯

ভুলে যাওয়া মোবাইল নাম্বার

ভুলে যাওয়া মোবাইল নাম্বারঃ
--------------------
🔰গ্রামীণফোনঃ *2#
🔰রবিঃ *140*2*4#
🔰বাংলালিঙ্কঃ *511#
🔰টেলিটকঃ *551#
🔰এয়ারটেলঃ *121*7*3#
--------------------
☑️ইমারজেন্সী ব্যালেন্স কোডঃ --
🔰গ্রামীণফোনঃ *1010*1#
🔰রবিঃ *8811*1#
🔰বাংলালিঙ্কঃ *874#
🔰টেলিটকঃ *1122#
🔰এয়ারটেলঃ *141*10#
------------------
☑️ইন্টারনেট ব্যালেন্স কোডঃ
🔰গ্রামীণফোনঃ *566*10#, *566*13# , *567#
🔰রবিঃ *8444*88#, *222*81#
🔰বাংলালিঙ্কঃ*124*5#, *222*3#
🔰টেলিটকঃ *152#
🔰এয়ারটেলঃ *778*39#, *778*4#
-------------------
☑️মোবাইল ব্যালেন্স কোডঃ
🔰গ্রামীণফোনঃ *566#
🔰রবিঃ *222#
🔰বাংলালিঙ্কঃ *124#
🔰টেলিটকঃ *152#
🔰এয়ারটেলঃ *778#
🔰আউটসাইড নলেজ
----------------
☑️প্যাকেজ চেক কোডঃ
🔰গ্রামীণফোনঃ *111*7*2#
🔰রবিঃ *140*14#
🔰বাংলালিঙ্কঃ *125#
🔰টেলিটকঃ unknown
🔰এয়ারটেলঃ *121*8#
🔰আউটসাইড নলেজ
-----------------
☑️চেক অফার কোডঃ
🔰গ্রামীণফোনঃ *444*1*2#
🔰রবিঃ *999#
🔰বাংলালিঙ্কঃ *7323#
🔰টেলিটকঃ unknown
🔰এয়ারটেলঃ *222*1#
-----------------
☑️কাস্টমার কেয়ার নাম্বারঃ
🔰গ্রামীণফোনঃ 121, 01711594594
🔰রবিঃ 123, 88 01819 400400
🔰বাংলালিঙ্কঃ 111
🔰টেলিটকঃ 121, 01500121121-9
🔰এয়ারটেলঃ 786, 016 78600786
-
🔴 পোষ্টটি শেয়ার করে না রাখলে আর খুঁজে পাবেন না। আর ধন্যবাদ জানাতে
T=(Thanks) লিখে কমেন্ট করুন। কেননা আপনাদের একটি ধন্যবাদ আমাদের নিত্যনতুন পোষ্ট লিখতে অনুপ্রাণিত করে।
.
ভুল হইলে ক্ষমা করে দিবেন।
[অতি গুরুপ্তপূর্ণ পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন]
শুদ্ধরীতিতে বাংলা নামের ইংরেজী বানান বর্ণ সমূহঃ-
-
→ ক- Ka, খ-Kha, গ-Ga, ঘ- Gha, ঙ- M,
→ চ-cha, ছ- Chha, জ-Ja/Za, ঝ-Jha ঞ-n, 
→ ট-Ta, ঠ-Tha, ড- Da, ড়-r, ঢ-Dha, ঢ়-r, ণ-n,
→ ত-Ta, থ- Tha, দ-Da, ধ- Dha, ন-Na,
→ প-Pa, ফ-Fa, ব-Ba, ভ-Va/Bha, ম-Ma,
→ য-Za, য়-y, র-Ra, ল-La, শ-Sha, ষ-Sha, স-S, হ-Ha
→ অ-A, অা-A, ই-I, ঈ-E, উ-U, ঊ-U, ঋ-Wri, এ-E, ঐ- Oi, ও-W, ঔ-Ow
.
>>>যুক্তবর্ণ সমূহ<<<
.
✪ ক্ক→ ক+ক→ kk→ মক্কা → Mokka
✪ ক্ত→ ক+ত→ kt→ রক্তিম → Roktim
✪ ক্ষ→ ক+ ষ→ ksh→ ক্ষিতিশ → Kshitish
✪ ক→ ক+→ ks/→ রক্সি → Roksi/Roxi
✪ ঙ্ক/অনুস্বর→ mk→অংকন/অঙ্কন→ Amkon
✪ ঙ্খ → ঙ+খ → mkh → শঙ্খ → Shamkho
✪ ঙ → ঙ+গ → mg → মঙ্গল → Mongol
✪ ঙ্ঘ → ঙ+ঘ → mgh → সঙ্ঘ → Somgho
✪ চ্চ → চ+চ → chch → উচ্চয় → Uchchoy
✪ চ্ছ → চ্+ছ → chchh → উচ্ছব → Uchchhab
✪ জ্জ → জ+জ → jj → উজ্জয়িনী → Ujjoyinee
✪ জ্জ্ব → জ+জ+ব → jjw → উজ্জ্বল → Ujjwal
✪ জ → জ+ঞ → jn → জ্ঞানেন্দ → Jnendra
✪ ঞ্চ → ঞ+চ → nch → পঞ্চম → Panchom
✪ ঞ্ছ → ঞ+ছ → nchh→ বাঞ্ছারাম → Banchharam
✪ ঞ্জ → ঞ+জ → nj →রঞ্জন → Ranjan
✪ ট্ট → ট+ট → tt → কুট্টি → Kutti
✪ ন্ট → ন+ট → nt → নান্ট → Nantu
✪ ত্ত → ত+ত → tt → উত্তম → Uttam
✪ দ্দ → দ+দ → dd → উদ্দাম → Uddam
✪ দ্ধ → দ+ধ → ddh → উদ্ধরন → Uddharon
✪ দ্ভ → দ+ভ → dv → উদ্বাস → Udvas
✪ ন্ত → ন+ত → nt → কান্তা → Kanta
✪ ন্দ → ন+দ → nd → আনন্দ → Anonda
✪ ন্ধ → ন+ধ → ndh → বন্ধন → Bondhan
✪ ন্ন → ন+ন → nn → নান্না → Nanna
✪ ন্ম → ন+ম → nm → মন্মথ → Monmatho
✪ প্ত → প+ত → pt → দীপ্ত → Deepto
✪ প্প → প+প → pp → পাপ্পু → Pappu
✪ ল্ক → ল+ক → lk → উল্কা → Ulka
✪ স্ক → স+ক → sk → ভাস্কর → Vaskor
✪ স্প → স+প → sp → স্পন্দন → Spondon
✪ হ্ম → হ+ম → hm → ব্রহ্ম → Bromho
✪ ঋ → wr → ঋদ্ধিমান → Wriddhiman
✪ কৃ → kri → কৃষ্ণ → Krishna

All sim card information

GrameenPhone
.
Balance Check : *566#
Show SIM Number : *2# or *111*8*2#
Package Check : *111*7*2#
Minute Check : *566*24#,*566*20#, *566*22#
SMS Check : *566*2#, *566*18#
MMS Check : *566*14#
Data (MB) Check : *566*10#, *567#
Call Me Back : *123*Number#
Net Setting Request : *111*6*2#
Miss Call Alert (On) : type START MCA & Send to 6222 Miss Call Alert (Off) : Type STOP MCA & Send to 6222.
.
Banglalink
.
Balance Check : *124#
Show SIM Number : *511#
Package Check : *125#
Minute Check : *124*2#
SMS Check : *124*3#
MMS Check : *124*2#
Data (MB) Check : *124*5#, *222*3#
Call Me Back : *126*Number#
Net Setting Request : Type ALL & Sent to 3343 Miss Call Alert (On) : Type START & Send to 622 Miss Call Alert (Off) : Type STOP & Send to 622 .
.
Robi
.
Balance Check : *222#
Show SIM Number : *140*2*4#
Package Check : *140*14#
Minute Check : *222*3#
SMS Check : *222*11#
MMS Check : *222*13#
Data (MB) Check : *222*81#, 8444*88#
Net Setting Request : *140*7#
Miss Call Alert (On) : Type ON & Send to 8272 Miss Call Alert (Off) : Type OFF & Send to 8272 .
.
Airtel
.
Balance Check : *778#
Show SIM Number : *121*6*3#
Package Check : *121*8#
Minute Check : *778*5# or *778*8#
SMS Check : *778*2#
MMS Check : *222*13#
Data (MB) Check : *778*39# or *778*4#
Call Me Back : *121*5#
Net Setting Request : *140*7#
Miss Call Alert (On) : *121*3*4#
.
Teletalk
.
Balance Check : *152#
Show SIM Number : Type “Tar” & send to 222
Package Check : unknown
Minute Check : *152#
SMS Check : *152#
MMS Check : *152#
Data (MB) Check : *152#
Net Setting Request : Type SET & Send to 738 Miss Call Alert (On) : Type REG & Send to 2455 Miss Call Alert (Off) : Type CAN & Send to 245
.
ভালো থাকবেন,সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ।

পালালেন বর–কনের পরিবার


আসর থেকে পালালেন বর–কনের পরিবার


বাল্যবিবাহ । প্রতীকী ছবিবাল্যবিবাহ । প্রতীকী ছবিবিয়ে বাড়ি জুড়ে সাজসাজ রব। দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর (১৫) বিয়ের আয়োজন চলছে। বরও এসেছেন পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে। তখনো বিয়ে বিয়ে পড়ানো হয়নি। ঠিক সে সময় বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ। তাঁদের দেখেই পালিয়ে যান বর-কনের পরিবার।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশানপুর গ্রামের বদলী পাড়ায় এ ঘটনা ঘটে। ইউএনও পুলিশ নিয়ে এলে অবস্থা বেগতিক দেখে বরের বাবা মো. রাজু মিয়া নিকাহ রেজিস্ট্রার (কাজী) মো. মেসবাহুল ইসলামসহ আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে যান। এ ছাড়া কনের বাবা-মাও আত্মীয়স্বজন নিয়ে সরে পড়েন। ইউএনও মো. নাসিম আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর রুবেল ইসলাম (২৩) কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।ইউএনও মো. নাসিম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দশম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের খবর পান। সেখানে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বললে ওই ছাত্রী জানায় সে পড়াশোনা করতে চায়। পরে ইউএনও বর রুবেল ইসলামকে সাত দিনের কারদণ্ড দেন। পলাতক কাজীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান ইউএনও।

বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

আগামী দুদিনের মধ্যে ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

পৃথিবীর কেন্দ্র থেকে উঠে আসতে পারে বড়সড় কম্পন৷ যা মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে বিশ্বকে৷ আগামী দুদিনের মধ্যে ৮ মাত্রার একটি ভূমিকম্পের সাবধানবাণী শোনাচ্ছেন ভূতত্ববিদরা৷
সৌরজগতের অবস্থানগত কিছু পরিবর্তনের জন্য পৃথিবীতে এই ভূমিকম্প দেখা দিতে পারে৷ বৈজ্ঞানিক পরিভাষায় একে বলা হচ্ছে ক্রিটিক্যাল জিওমেট্রি৷ ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ডিট্রিনিয়াম জানাচ্ছে সৌরজগতে বুধ, মঙ্গল ও নেপচুন গ্রহের অবস্থানগত পরিবর্তনের কারণে ফল ভুগতে হতে পারে পৃথিবীকে৷ পরিবর্তন হবে সূর্যের অবস্থানেরও৷ ফলে এর সরাসরি প্রভাব পড়বে পৃথিবীর ওপর৷

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

মেসিকে থামানোর উপায় জানেন না


লিভারপুলের সেরা তারকা হয়ে উঠেছেন ডাইক। ছবি: এএফপিলিভারপুলের সেরা তারকা হয়ে উঠেছেন ডাইক। ছবি: এএফপিভার্জিল ফন ডাইক বুদ্ধিমান খেলোয়াড়। মাঠে প্রতিপক্ষ স্ট্রাইকারদের ঠান্ডা মাথায় সামলান, কখনোই আতঙ্কিত হয়ে ট্যাকল করার চেষ্টা করেন না। তাঁকে ড্রিবল করে বেরিয়ে যাওয়ার চেষ্টাও তাই কাজে লাগে না। তবে মাঠের বাইরেও যে এই ডাচ কতটা বুদ্ধিমান সেটা জানিয়ে দিলেন এবার। বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই স্বীকার করে নিয়েছেন, মেসিকে থামানোর কোনো উপায় জানা নেই তাঁর।
এটুকু শুনে মনে হতে পারে, এতটা আত্মবিশ্বাস হয়ে লিভারপুলের রক্ষণ সামলান কীভাবে! এখানেই বুদ্ধির পরিচয় দিয়েছেন ডাইক। বার্সেলোনার সঙ্গে ম্যাচের আগে সব প্রতিপক্ষই স্বীকার করে নেয় লিওনেল মেসির জন্য পরিকল্পনা সাজাচ্ছে তারা। এ নিয়ে প্রচুর আলোচনা হয়। পরে মেসিকে আটকে ফেলে গোল করতে না দিলে বেশ প্রশংসাও জোটে। কিন্তু সেটা না করতে পারলেই বিপদ। এই তো মেসিকে আটকাতে বিশেষ পরিকল্পনা নিয়ে নাকি কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডে হেয়া। আটকানো দূরের কথা, উল্টো হাস্যকর ভুলে বাড়তি এক গোল উপহার দিয়েছেন এই গোলরক্ষক।
ফন ডাইক তাই কোনো ভুল করেননি। বার্সেলোনা ও মেসিকে কীভাবে আটকাবেন—এমন প্রশ্নের উত্তরে ডাইকের অকপট স্বীকারোক্তি, ‘আমার কোনো ধারণাই নেই মেসিকে কীভাবে থামাব আমরা। দেখি কী হয়। আমাদের দল হিসেবেই কাজটা করতে হবে।’ সেমিফাইনালের লাইনআপ ঠিক হওয়ার পর সবাই একে ফন ডাইক বনাম মেসি লড়াই হিসেবে দেখছে। ডাচ ডিফেন্ডারের এতে প্রচণ্ড আপত্তি আছে, ‘এটা কখনোই একের বিরুদ্ধে এক হওয়া উচিত নত। এটা একজনের বিরুদ্ধে আমি—এমনটা হওয়া উচিত নয়। ভালোভাবে রক্ষণ করতে চাওয়ার একটাই উপায় আর সেটা একটা দল হয়ে। তবু এটা কঠিন হবে, কারণ সে (মেসি) বিশ্বের সেরা খেলোয়াড়।
  • সবজির দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা
  • কেজিতে গরুর মাংসের দাম বেড়েছে ৩০-৫০ টাকা
  • কেজিপ্রতি দেশি মুরগি ৩৮০-৪৫০ টাকা
  • পণ্য সরবরাহ ও পরিবহনে সমস্যা নেই
  • সরকারের নজরদারি জোরদার করতে হবে

পবিত্র রমজান মাস আসার আগেই বাজারে সবজি, মুরগি, গরুর মাংসের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। দেশি ও ফার্মের মুরগির দাম কয়েক সপ্তাহ ধরেই বেশি। ৫০ টাকার নিচে বাজারে কোনো সবজি নেই।
ক্রেতারা বলছেন, রমজানের শুরুতে নিত্যপণ্যের দাম বাড়ালে আলোচনা হয়, তাই এবার বিক্রেতারা রমজানের আগেই দাম বাড়িয়ে দিয়েছেন। তবে খুচরা সবজি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তাঁদের বেশি টাকায় কিনতে হচ্ছে। অবশ্য পাইকারি বিক্রেতাদের দাবি, শিলাবৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় খেতের সবজি নষ্ট হওয়ায় সরবরাহ কম।
Eprothom Alo
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১ নম্বর, কল্যাণপুর নতুন বাজার এবং কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ও পটোল ছাড়া অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়। ৫০ টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। বরবটি, ঢ্যাঁড়স, কচুর লতি, করলা, গোল বেগুন, চিচিঙ্গা, শজনে ডাঁটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। পটোল, টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকায়। শিম, লম্বা বেগুনের কেজি ৬০ টাকা।
মিরপুর ১ নম্বর বাজারে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হারুন-অর-রশীদ বলেন, কয়েক দিন ধরে সবজির দাম বেশি। হঠাৎ কেন দাম বাড়ল, সেটার কোনো ব্যাখ্যা বিক্রেতারা দেন না। ক্রেতারা নিরুপায় হয়ে কিনছেন।
গতকাল বাজারগুলোতে গরুর মাংস বিক্রি হয়েছে ৫৩০ থেকে ৫৫০ টাকা দরে। আর খাসির মাংসের দর প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা। প্রতি কেজি দেশি মুরগি ৩৮০ থেকে ৪৫০ টাকা, ফার্মের মুরগি ১৫৫ থেকে ১৬০ টাকা, সোনালি জাতের মুরগি ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপণ্যের তালিকায় দেখা যায়, এক মাস আগেও গরুর মাংসের দাম ছিল প্রতি কেজি ৫০০ টাকা। দুই মাসে আগে ছিল ৪৮০ টাকা। রমজান মাস শুরুর আগে মাংসের দাম নির্ধারণ করে থাকে ঢাকার দুই সিটি করপোরেশন। মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এই দাম নির্ধারণ করা হয়। তাই বৈঠকের কয়েক মাস আগেই গরুর মাংসের দাম বাড়িয়ে দেন মাংস বিক্রেতারা।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান প্রথম আলোকে বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন, রমজান মাসে কোনো পণ্যের দাম বাড়বে না, সরবরাহেও ঘাটতি থাকবে না। কিন্তু এরই মধ্যে দাম বাড়ছে। এখন পণ্য সরবরাহ ও পরিবহনে কোনো সমস্যা নেই। তাই সরকারের নজরদারি জোরদার করতে হবে।

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯


বৃহম্পতিবার সন্ধ্যায় উত্তর চরচান্দিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফনের আগে তার জানাজায় ছিল মানুষের ঢল।
শোকাহত বাবা মাওলানা এ কে এম মুসা নিজেই অশ্রুনয়নে নুসরাতের জানাজায় ইমামতি করেন।
পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার হার মানেন অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত। মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর স্বজনরা নুসরাতের লাশ নিয়ে রওনা হন ফেনীর পথে।
বিকাল ৫টায় মরদেহ সোনাগাজীর পল্লীতে পৌঁছলে হাজার হাজার মানুষ ভিড় করে সেখানে; এর মধ্যে রাজনীতিক, জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা ছিলেন সেখানে।
নুসরাতের সহপাঠী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে উপস্থিত অন্যদের চোখও যায় ভিজে।

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

BITMAP VS VECTOR

ফটোশপ ব্যবহারের আগে প্রয়োজনীয় কিছু তাত্ত্বিক বিষয় জেনে নিন। কম্পিউটারে  যে ইমেজগুলি আমরা দেখে থাকি সেগুলি দুধরনের হয়, বিটম্যাপ এবং ভেক্টর। ফটোশপ কাজ করে বিটম্যাপ ইমেজ নিয়ে অন্যদিকে ইলাষ্ট্রেটর, কোরেল ড্র ইত্যাদি সফটঅয়্যার কাজ করে ভেক্টর নিয়ে। বিটম্যাপকে রঙতুলি দিয়ে আকা ছবি এবং ভেক্টরকে পেনসিলে আকা ছবির সাথে তুলনা করতে পারেন (যদিও পার্থক্য রয়েছে অনেক বিষয়ে)। সরল ভাষায় বিটম্যাপে একটি দাগ দেয়ার পর আপনি সেটা পরিবর্তন করতে পারেন না, ভেক্টরে তাকে বাকানো থেকে শুরু করে সবধরনের পরিবর্তন করা যায়।

বিটম্যাপ ছবি তৈরী হয় পিক্সেল নামের ছোট ছোট ডট দিয়ে। খবরের কাগজের ছবি ভালভাবে লক্ষ্য করলে দেখবেন সেগুলিও ছোট ছোট ডট দিয়ে তৈরী। ডটের ঘনত্ব কম হলে সেগুলি দেখা যায়, বেশি হলে ডট বোঝা যায় না। এই ঘনত্ব যত বেশি ছবির মান তত ভাল।
কম্পিউটার মনিটর কিংবা অন্য যে কোন ডিসপ্লেতে ছবির মাপ হিসেব করা হয় পিক্সেল দিয়ে। আপনার মনিটরের রেজুলুশন যদি ১০২৪-৭৬৮ হয় তাহলে  ১০২৪-৭৬৮ পিক্সেলের একটি ছবি ১০০% ভিউতে পুরো স্ক্রিন জুড়ে থাকবে। প্রিন্টের সময় হিসেব করা হয় ইঞ্চি অথবা সেন্টিমিটারে। ফটোশপে যে কোনটি হিসেব করে ছবির মাপ ঠিক করা যায়, যদিও মনিটরে সবসময়ই দেখা যাবে পিক্সেল হিসেবে।
ফটোশপের নিজস্ব ফাইল ফরম্যাপ PSD (ফটোশপ ডকুমেন্ট)। অর্থাত সরাসরি সেভ কমান্ড দিলে এই ফরম্যাটে সেভ হবে। এই ফরম্যাটে সবচেয়ে ভাল মান পাওয়া যায়। অসুবিধে হচ্ছে এটা ব্যবহারের জন্য ফটোশপই প্রয়োজন হয় এবং ফাইল সাইজ খুব বড় হয়।
সব যায়গায় ব্যবহারের জন্য সাধারন ফরম্যাট জেপেগ (JPG, JPEG)। এতে ফাইলসাইজ সুবিধেমত ছোট করা যায়। অন্য কম্পিউটার, ওয়েব, মাল্টিমিডিয়া ইত্যাদির জন্য উপযোগি। সেভ এ্যাজ কমান্ড দিয়ে এই ফরম্যাটে সেভ করতে হয়।
জেপেগ ফরম্যাটে ছবির মান নষ্ট হয় বলে প্রিন্টের জন্য ব্যবহার করা হয় না। ফটোশপের করা ডিজাইন যদি প্রিন্টের জন্য দিতে হয় তাহলে সরাসরি ফটোশপ অথবা TIFF অথবা অন্য কোন সুবিধেজনক ফরম্যাট ব্যবহার করুন।
বিটম্যাপে ফটোগ্রাফের মত নানারঙা ছবি পাওয়া যায় যা ভেক্টর ফরম্যাটে পাওয়া যায় না। অন্যদিকে বিটম্যাপের সমস্যা হচ্ছে বড় করলে ভেঙে যায় (প্রচলিত ভাষায় ছবি ফেটে যাওয়া)। ভেক্টরে সেটা হয় না। যত বড়ই করা হোক না কেন, মান একই থাকে। একাজে সহায়তা করার জন্য এডবির ভেক্টর ভিত্তিক সফটঅয়্যার ইলাষ্ট্রেটর ব্যবহার করা হয়।
বাস্তব উদাহরন দেখা যাক। আপনি একটি ভিজিটিং কার্ড তৈরী করছেন ফটোশপে। পেছনের আকর্ষনীয় ছবি এবং তার ওপর লেখার সবই ফটোশপের। প্রিন্টের জন্য এটা ব্যবহার করলে যদি সেই কম্পিউটারে নির্দিষ্ট ফন্ট না থাকে তাহলে ফন্ট পরিবর্তন হবে, ফলে আগের সৌন্দর্য থাকবে না। আবার এই সমস্যা এড়াতে ফন্টকে যদি ইমেজে পরিনত করেন তাহলে ভাঙা দেখাবে। ছোট লেখা পড়তে সমস্যা হবে।
এর সমাধান ভেক্টর। সাধারনত ডিজাইনাররা ছবির কাজ করেন ফটোশপে, লেখার কাজ করেন ইলাষ্ট্রেটরে। এথেকে ধরে নিতে পারেন, ইলাষ্ট্রেটরের কাজ ফটোশপে ব্যবহার করা যায়, ফটোশপের কাজ ইলাষ্ট্রেটরে ব্যবহার করা যায়। এক যায়গায় পরিবর্তন করলে সাথেসাথে আরেক যায়গায় পরিবর্তন হয়।
সাধারনভাবে ব্যবহৃত বিটম্যাপের ফাইল এক্সটেনশনগুলি হচ্ছে BMP, JPG, JPE, TIFF, PSD, PCD, PNG, GIF, TGA ইত্যাদি।
আর ভেক্টরের জন্য ফাইল এক্সটেনশন হচ্ছে DWG, AI, CDR, EMF, WMFইত্যাদি।
ফটোশপ কোন ফরম্যাটে সেভ করবেন সেটা নির্ভর করবে কোথায় ব্যবহার করা হবে তার ওপর। সাধারনভাবে পুনরায় কাজ করা প্রয়োজন হলে অবশ্যই ফটোশপের নিজস্ব ফরম্যাট, মনিটর বা টিভিতে দেখার জন্য JPG, এনিমেশন ভিডিও এডিটিং কাজে TGA, JPG, ওয়েব এর জন্য JPG, GIF অথবা PNGব্যবহার করা হয়।

মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

স্কাইপ গ্রুপ


নতুন আপডেটের ফলে গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে অংশগ্রহণকারীর সংখ্যায় অন্যান্য অ্যাপকে ছাড়িয়ে গেছে স্কাইপ-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।
অ্যাপলের ফেইস টাইম ভিডিও কলে একসঙ্গে অংশ নিতে পারেন ৩২ জন। আর নতুন আপডেটের আগে স্কাইপে একসঙ্গে যোগ দিতে পারতেন ২৫ জন গ্রাহক।
গ্রুপ কলে একসঙ্গে এতো গ্রাহক নিয়ন্ত্রণ করতে গ্রুপ নোটিফিকেশন ব্যবস্থা কিছুটা পরিবর্তন করেছে মাইক্রোসফট। আপডেটের আগে গ্রুপে কল করা হলে প্রতিজনের কাছে আলাদা আলাদাভাবে রিং যেত। এবার বড় পর্দায় রিং দেখানোর বদলে নোটিফিকেশনের মাধ্যমে পিং করা হবে গ্রাহককে।
আর গ্রুপ কলের কোন কোন গ্রাহক আসলেই আপনাকে রিং করতে পারবেন সেটিও ঠিক করা যাবে নতুন আপডেটে। আর গ্রুপ কলের ২৫ জনের কম হলে এখনও ‘কল অর্গানাইজার রিং’ দেবে স্কাইপ।

গ্রাহককে যানজট এড়াতে সহায়তা করতে নতুন ফিচার যোগ হচ্ছে গুগল ম্যাপস-এ। নতুন এই ফিচারের মাধ্যমে আরও দ্রুত রাস্তার ট্রাফিক আপডেট পাবেন গ্রাহক

যানজট এড়াতে সহায়তা
সাম্প্রতিক সময়ে বেশ কিছু নতুন ফিচার আনা হয়েছে গুগল ম্যাপস-এ। রাস্তার বিভিন্ন ঘটনা জানানোর মতো ফিচারও যোগ হয়েছে এতে। এবার অ্যাপটিতে রাস্তার যানজটের অবস্থাও জানানো সম্ভব হবে-- খবর প্রযুক্তি সাইট সিনেটের।
অপ্রত্যাশিত যানজটে পড়া গ্রাহকরা ম্যাপস অ্যাপে নতুন ‘স্লোডাউন’ বাটন চেপে গুগলকে রাস্তার অবস্থা জানাতে পারবেন। গুগল এই ডেটা সংগ্রহ করে দ্রুত ওই রুটের অন্যান্য গ্রাহকের কাছে পাঠাবে, যাতে তারা ওই রাস্তা এড়িয়ে যেতে পারেন।
এর আগে গুগল ম্যাপস অ্যাপে শুধু গতি সীমা এবং দুর্ঘটনার কথা জানাতে পারতেন গ্রাহক।
এখনপর্যন্ত সব দেশের গ্রাহকের জন্য ফিচারটি উন্মুক্ত করেনি গুগল। কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত করা হবে তাও জানায়নি প্রতিষ্ঠানটি।
যেসব গ্রাহক ম্যাপস অ্যাপের ভাষা যুক্তরাজ্যের ইংরেজি বাছাই করেছেন তারা অপশনটি ‘স্লোডাউন’-এর বদলে ‘কনজেশন’ নামে দেখবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

সংঘাতে যাব না: প্রধানমন্ত্রী

মিয়ানমারের সঙ্গে সংঘাতে যাব না: প্রধানমন্ত্রী



মিয়ানমারের সঙ্গে সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর প্রচেষ্টা অব্যাহত রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

তাপদাহের পূর্বাভাস এপ্রিলে

ঝড়ের পর তাপদাহের পূর্বাভাস এপ্রিলে


রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রঝড় ও শিলাবৃষ্টির দাপট শুরু হয়েছে চৈত্রের মাঝামাঝি থেকেই। বৈশাখের শুরুতেও এমন আবহাওয়া থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।