মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

স্কাইপ গ্রুপ


নতুন আপডেটের ফলে গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে অংশগ্রহণকারীর সংখ্যায় অন্যান্য অ্যাপকে ছাড়িয়ে গেছে স্কাইপ-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।
অ্যাপলের ফেইস টাইম ভিডিও কলে একসঙ্গে অংশ নিতে পারেন ৩২ জন। আর নতুন আপডেটের আগে স্কাইপে একসঙ্গে যোগ দিতে পারতেন ২৫ জন গ্রাহক।
গ্রুপ কলে একসঙ্গে এতো গ্রাহক নিয়ন্ত্রণ করতে গ্রুপ নোটিফিকেশন ব্যবস্থা কিছুটা পরিবর্তন করেছে মাইক্রোসফট। আপডেটের আগে গ্রুপে কল করা হলে প্রতিজনের কাছে আলাদা আলাদাভাবে রিং যেত। এবার বড় পর্দায় রিং দেখানোর বদলে নোটিফিকেশনের মাধ্যমে পিং করা হবে গ্রাহককে।
আর গ্রুপ কলের কোন কোন গ্রাহক আসলেই আপনাকে রিং করতে পারবেন সেটিও ঠিক করা যাবে নতুন আপডেটে। আর গ্রুপ কলের ২৫ জনের কম হলে এখনও ‘কল অর্গানাইজার রিং’ দেবে স্কাইপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন